রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ জানুয়ারী ২০১৫, ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার

রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল


hortal

লাগাতার অবরোধের পাশাপাশি আবারও টানা ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

আগামী রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক এ হরতাল চলবে।

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শুক্রবার বিকেলে দেয়া এক বিবৃতিতে সারা দেশে টানা ৭২ ঘণ্টার এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। সর্বাত্মক এ হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান রিজভী।

এদিকে হরতাল কর্মসূচির মধ্যে সোমবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।