রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩ ফেব্রুয়ারী ২০১৫, ৭:২২ পূর্বাহ্ন
শেয়ার

বাসে পেট্রোল বোমা হামলায় ৭ জন নিহত


কুমিল্লায় পুড়ে যাওয়া বাস

কুমিল্লায় পুড়ে যাওয়া বাস

কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজারে চট্টগ্রামের কক্সবাজার থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীভর্তি বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ৭ যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন। আরো ১৬ যাত্রী দগ্ধ হয়েছেন।

আহতদের চৌদ্দগ্রাম ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিরাপত্তা সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের জগমোহনপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী আইকন পরিবহনের ওই বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এরপর মুহূর্তের মধ্যে বাসটিতে ছড়িয়ে যায় আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলেই সাতজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পেট্রোল বোমা হামলার পরে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর পর ভস্মীভূত বাসটি থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৬ জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী উত্তম কুমার চক্রবর্তী জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।