অনলাইন প্রতিবেদক, ২৯ মার্চ, ২০১৩:
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ায় হামলার জন্য প্রস্তুত হতে উত্তর কোরিয়ার আর্মি রকেট ফোর্সকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কিম জং উন। আজ বিকাল ৩ টায় জরুরী বৈঠক ডেকে তিনি এই নির্দেশ দেন। কোরিয়ার প্রধান সংবাদ সরবরাহকারী কেসিএনএ জানায়, কিম আমেরিকার মুলভূমি, হাওয়াই, গুয়ামসহ দক্ষিণ কোরিয়ার দিকে যেকোন সময় হামলা করা যায় এমনভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দেন।
গতকাল আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বি-টু নামের স্টিলথ বিমানের মহড়া দেওয়ার পর উত্তর কোরিয়া এই প্রতিক্রিয়া জানাল। এর মধ্যদিয়ে কোরীয় উপদ্বীপে আবারো চরম উত্তেজনা শুরু হল। (ইউনহাপ অবলম্বনে)




























