রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৭ নভেম্বর ২০১৫, ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

দিতির শারীরিক অবস্থার উন্নতি


ditiঅভিনেত্রী দিতির শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে তাকে কেবিনে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার কন্যা লামিয়া চৌধুরী।

জানা গেছে, মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে বৃহস্পতিবার সকালে দ্বিতীয়বারের মতো তার অস্ত্রোপাচার করা হয়েছিল। অপারেশন থিয়েটার থেকে সরাসরি তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে নেয়া হয় তাকে।

উল্লেখ্য, এর আগে ২৯ জুলাই একই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। কয়েকদিন সুস্থ থাকলে গত সপ্তাহে ফের অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেয়া হয়।