রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৯ ফেব্রুয়ারী ২০১৬, ৫:৫০ অপরাহ্ন
শেয়ার

আনিয়াং মসজিদে ইসলামিক কর্মশালা অনুষ্ঠিত


anyang mosqueদক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী আনিয়াং মসজিদে দুইদিনব্যাপী ইসলামিক কর্মশালা গতকাল শেষ হয়েছে। বাংলাদেশী প্রবাসীদের ইসলামিক নিয়ম অনুযায়ী জীবন যাপন, হালাল হারাম পার্থক্য করে চলা এবং সুন্দর জীবনযাপনের উদ্ধুদ্ধ করতে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রতিবারের মত এবারো ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ছাড়াও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুইদিনব্যাপী আলোচনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মাওলানা আবু শিফা মোহাম্মদ আকমাল হুসাইন। জাহের হোসাইনের সভাপতিত্বে আরো আলোচনা করেন আনিয়াং মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাঞ্জুর এলাহী এবং জাহিদ হোসাইন। কর্মশালায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নবাংকুর শিল্পীগোষ্টীর শিল্পী আমানুল্লাহ, আব্দুল হালিম, খাদেমুল ইসলাম, হাফেজ রবিউল ইসলাম, সুজন, জামির হোসাইন এবং অন্যান্যরা।

প্রতিবছরই আনিয়াং মসজিদের দাওয়াহ বিভাগ এই কর্মশালার আয়োজন করে থাকে। কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশী প্রবাসীরা এই কর্মশালা‍য় যোগ দেন।