যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রাার্থী বাছাইয়ের অংশ হিসেবে মঙ্গলবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প তাদের দলীয় মনোনয়ন লাভের ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন।

ফক্স ও এনবিসি’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ট্রাম্প ও হিলারি জয়ী হয়েছেন। ট্রাম্প রিপাবলিকান দলের ৫৮ প্রতিনিধির সকলের ভোট পেয়েছেন এবং হিলারি ডেমোক্রেটিক দলের ৭৫ প্রতিনিধির সংথ্যাগরিষ্ঠের ভোট পেয়েছেন।
দলীয় প্রার্থী বাছাইয়ে মঙ্গলবার পশ্চিমাঞ্চলের যে তিনটি অঙ্গরাজ্যে ভোটাভুটি হয় তার মধ্যে অ্যারিজোনা অন্যতম।




























