অনলাইন প্রতিবেদক, ১৪ জানুয়ারী ২০১৩, সিউলঃ
ঢাকা: উত্তর কোরিয়ায় বিগত তিনদিন ধরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় দু’জনের মৃত্যু এবং শত শত লোক গৃহহীন হয়েছে। শনিবার উত্তর কোরিয়ার কেন্দ্রিয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ডিপিআরকের (উত্তর কোরিয়া) মধ্যাঞ্চলে এই বন্যার ঘটনা ঘটে।
কেসিএনএ জানায়, সাউথ হামকিয়ং, উত্তর হোয়াজঘায়ি ও কাংউন প্রদেশের বিস্তৃত কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে গেছে।
এএফফি’র খবরে বলা হয়, কৃষি প্রযুক্তি অবকাঠামোগত ঘাটতির কারণে এই কম্যুনিষ্ট রাষ্ট্রটিতে এ ধরনের খারাপ আবহাওয়া ২ কোটি ৪০ লাখ জনগণের খাদ্যের যোগানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।
উল্লেখ্য, গত বছর আগস্টে উত্তর কোরিয়ায় টাইফুন বলাভেনের আঘাতে ৪৮ জন প্রাণ হারায় ও অর্ধশতাধিক আহত হয়। ওই সময় ২০ হাজারের বেশী লোক গৃহহীন এবং হাজার হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। বাসস




























