রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২২ জুন ২০১৬, ৯:১৩ পূর্বাহ্ন
শেয়ার

এবার ট্রাম্পের সমালোচনায় জোলি


iWzPhnj2hZUFশরণার্থীদের নিয়ে এক বক্তৃতায় রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

লন্ডনে এক বক্তৃতায় সোমবার তিনি জানান, শরণার্থী সাহায্য করা সবার দায়িত্বের মধ্যে পড়ে। সহানুভূতি দিয়ে এ সমস্যার সমাধান করতে হবে, ‘ভয়ের রাজনীতি’ দিয়ে নয়।

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে জোলি বলেন, এ রিপাবলিকান নেতা নির্বাচনী প্রচারণায় মেক্সিকোর অভিবাসন বন্ধে দেওয়াল নির্মাণ ও যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি তোলেন। জোলির মতে, আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন এমন কারো কাছে এ ধরনের মন্তব্য শোনা খুবই কষ্টকর।

তিনি আরো জানান, স্বাধীনতার জন্য এক হওয়া মানুষেরা গড়েছেন আমেরিকা। বিশেষ করে ধর্মের স্বাধীনতা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবে কয়েক বছর ধরে কাজ করছেন অস্কার বিজয়ী এ অভিনেত্রী।