রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ অগাস্ট ২০১৬, ২:১৭ অপরাহ্ন
শেয়ার

জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত : ফায়ার সার্ভিস


basundhara cityবসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ছয়তলার একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।

আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এ কথা জানান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, এ মুহূর্তে ২০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আরো কয়েক ইউনিট পথে রয়েছে।

আলী আহাম্মেদ খান জানান, শপিং মলের ছয়তলায় জুতার দোকান লিবার্টি শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে আগুনের ঘটনা ঘটল জানাতে পারেননি তিনি।

আগুনের পর থেকে বসুন্ধরা সিটির ছয়, সাত ও আটতলা থেকে জানালা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। আশপাশের ভবনগুলোতেও ধোঁয়া ঢুকে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে কেউ আটকে নেই। এনটিভি।