রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১১ নভেম্বর ২০১৬, ৪:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

পুনরায় পারমাণবিক রাষ্ট্রের স্বীকৃতি চেয়েছে উ. কোরিয়া


north korea USA

যুক্তরাষ্ট্রের উচিত উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। গতকাল এ দাবি পুনর্ব্যক্ত করেছে দেশটি। খবর আইএএনএস।

গতকাল উত্তর কোরিয়ার কিম জং উন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ব্যর্থ’ নীতি পরিত্যাগের আহ্বান জানানো হয়েছে। তবে বিবৃতির কোথাও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ের বিষয়টি উল্লেখ করা হয়নি। বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, যুক্তরাষ্ট্রের উচিত উত্তর কোরিয়াকে একটি ডি ফ্যাক্টো পারমাণবিক অস্ত্রসম্পন্ন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া। সেসঙ্গে অন্যান্য পারমাণবিক অস্ত্রসম্পন্ন রাষ্ট্রের ক্ষেত্রে যে ধরনের নীতি মেনে চলা হয়, উত্তর কোরিয়ার ক্ষেত্রেও তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে দেশটি জানায়, উত্তর কোরিয়ার ওপর ওবামা প্রশাসনের অবরোধকে অকার্যকর প্রমাণ করা হয়েছে। সেসঙ্গে জোর করে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র থেকে নিরস্ত্রীকরণ অসম্ভব বলে জানিয়েছে পিয়ংইয়ং।