রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৩০ অগাস্ট ২০১৩, ৬:২৪ অপরাহ্ন
শেয়ার

সিউলে ট্যাক্সি ভাড়া বাড়বে অক্টোবর থেকে


শাহেদ মাহমুদ, ২৯ জুলাই ২০১৩:

অক্টোবর থেকে সিউলে ট্যাক্সি ভাড়া বাড়তে যাচ্ছে। বর্তমান সর্বনিন্ম ভাড়া ২৪০০ উওন থেকে বেড়ে ৩১০০ উওন পর্যন্ত হতে পারে। সিউল মেট্রোপলিটন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তবে এখনো সর্বনিন্ম ভাড়া কত হবে তার চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে সর্বনিন্ম ভাড়া ২৯০০ এর প্রস্তাব দেওয়া হলেও ট্যাক্সি চালকদের জীবনযাত্রার উন্নয়নের কথা চিন্তা করে তা ৩১০০ উওন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। সেপ্টেম্বরে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিউল মেট্রোপলিটন কর্তৃপক্ষ সিউলের ট্যাক্সি কোম্পানিগুলো এবং শ্রমিক ইউনিয়নের সাথে এক সভা শেষে অক্টোবর থেকে ভাড়া বাড়ার সিদ্ধান্ত গ্রহণ করে হয়।reuters_south_korea_taxis_strike_20Jun12-975x672

গত চার বছর ধরে সর্বনিন্ম ভাড়া ২৪০০ উওন থাকলেও এবার একসাথেই ২০ শতাংশের বেশি বাড়তে যাচ্ছে। সিউল মেট্রোপলিটন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাক্সি ভাড়া বাড়লে ট্যাক্সি চালকরা সর্বনিম্ন প্রায় ১৫ লাখ বেতন পাবে এবং জ্বালানী বাবদ ২ লাখ ৬০ হাজার উওন ব্যয় হবে। ইউনহাপ থেকে অনূদিত