সিউল, ৯ অক্টোবর ২০১৩:
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাদের যৌথ নৌ মহড়ার মুখে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে।
আমেরিকা ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার থেকে জাপান সাগরে এ মহড়া শুরু করছে। এ সময় যেকোনো যুদ্ধপরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় জবাব দিতে উত্তর কোরিয়ার সেনাদেরকে যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার এ খবর দিয়েছে।
উত্তর কোরিয়ার জেনারেল স্টাফের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “আমেরিকা ও জাপানের আগ্রাসী বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার সরকার যেকোনো সময় যুদ্ধ শুরু করতে পারে। এর জবাব দিতে পিপলস আর্মিকে প্রস্তুত থাকতে হবে।”
জাপান সাগরের এ মহড়ায় আমেরিকার জর্জ ওয়াশিংটন বিমানবাহী যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। সূত্রঃ নতুনবার্তা।





























