রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৩ ডিসেম্বর ২০১৩, ১২:০২ অপরাহ্ন
শেয়ার

বিশ্বাসঘাতকতার দায়ে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের ফুফা'র ফাঁসি


সিউল, ১৩ ডিসেম্বর ২০১৩, সিউল:

বিশ্বাসঘাতকতার দায়ে উত্তর কোরিয়া নেতা কিম জং উনের ফুফা’র ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। সংস্থাটি কিম জং উনের চাচা জং সং থেক কে ‘এ ট্রেইটর ফর অল এইজ’ আখ্যায়িত করেছে।

AEN20131213002400315_01_iকেসিএনএ’র বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইউনহাপ জানিয়েছে পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র, উত্তর কোরিয়া থেকে সমাজতন্ত্র উৎখাত এবং দলীয় নেতার নির্দেশ অমান্য করার কারণেই জং সং থেককে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এর আগে জং সং থেককে সকল সরকারী পদ থেকে অপসারণ করা হয়।

জং সং থেক উত্তর কোরীয় নেতা কিম জং ইলের ছোট বোনকে বিয়ে করেন। কিম জং উন ক্ষমতা নেওয়ার পর তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তি।