সিউল, ২৭ ডিসেম্বর ২০১৩:
একমাত্র সন্তান হারিয়েছেন এমন পিতা-মাতাকে দেয়া ক্ষতিপূরণ তিন গুণেরও বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের
এক তথ্য বিবৃতিতে মন্ত্রণালয় থেকে বলা হয়, আগামী বছর থেকে যেসব দম্পতি তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন এবং যাদের বয়স ৪৯ বছর বা তার ঊর্ধ্বে, তাদের প্রত্যেককে প্রতি মাসে ৩৪০ ইউয়ান করে দেবে সরকার। ২০১০ সালের নির্ধারিত নীতি অনুযায়ী এর আগে শহুরে দম্পতিরা প্রতি মাসে একেকজন ১০০ ইউয়ান করে পেতেন। আর শহরতলিতে প্রতি মাসে প্রত্যেক দম্পতিকে ১৭০ ইউয়ান করে দেয়া হতো।
এ বছরের মে মাসে একমাত্র সন্তান হারিয়েছেন এমন ৪০০ মানুষ দেশটির স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কমিশনের সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সে সময় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াং হেইলং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। বছর শেষ হওয়ার আগেই এ বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বাস দেন।
এক সন্তান নীতির কারণে চীনের সন্তানহীন পিতা-মাতার সংকট বেড়েছে। ঐতিহ্যগতভাবে বয়ঃবৃদ্ধকালে চীনারা তাদের সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু যখন তাদের একমাত্র সন্তানের মৃত্যু হয়, তখন অবর্ণনীয় যন্ত্রণার মুখে পড়েন তারা। শুধু তা-ই নয়, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়নি চীনাদের। ফলে তাদের দেখভাল নিয়ে সংকট আরো বেড়েছে।
এক সন্তান নীতি চালু হওয়ার পর থেকে ৪০ কোটি শিশু কম জন্ম নিয়েছে। তবে একক সন্তান নীতি শিথিল করার মধ্য দিয়ে পিতা-মাতারা দ্বিতীয় সন্তান নিতে উদ্বুদ্ধ হবেন। আগামী বছর থেকে এ নীতি শিথিলের সম্ভাবনা রয়েছে। সূত্রঃ বণিকবার্তা।




























