রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৪ জানুয়ারী ২০১৪, ৮:৩৭ অপরাহ্ন
শেয়ার

আন্তঃসংযুক্ত এটিএম চালু করছে জাপান দ. কোরিয়া ও থাইল্যান্ডের ব্যাংক


সিউল, ১৪ জানুয়ারী ২০১৪:

থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাবছে জাপানের ব্যাংকিং খাত। মূলত দেশগুলোয় ভ্রমণে আসা পর্যটকদের আরো সহজে আর্থিক সেবা দিতে এ পদক্ষেপ নিতে চাচ্ছে তারা। ২০১৫ সাল থেকে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে জাপানের প্রথম সারির ব্যাংকগুলোর। খবর রয়টার্সের।

ATM-Machineএনটিটি ডাটা করপোরেশনের তত্ত্ববধানে কার্যক্রমটি সম্পন্ন হবে বলে জানা গেছে। এনটিটি সাধারণত জাপানের ব্যাংকগুলোর জন্য এটিএম তথ্য ব্যবস্থাপনার কাজ করে থাকে। পর্যায়ক্রমে এশিয়ার অন্যান্য দেশেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে এনটিটি।

বিষয়টির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, মূলত এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের লেনদেন আরো সহজ করতেই এ পদক্ষেপ নেয়া হবে। ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসও এর আরেকটি কারণ। তখন দেশটিতে বিপুল পর্যটকসমাগম হবে। তারা যাতে নির্বিঘ্নে অর্থ তুলতে পারেন, সেজন্যই এ ব্যবস্থা।

এদিকে এটিএম ব্যবস্থা সমন্বয়ের ফলে বিদেশী ব্যাংকের ইস্যু করা কার্ডের মাধ্যমে বিদেশী পর্যটকরা জাপানেই অর্থ তুলতে পারবেন। এই লেনদেন ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন করার চেয়েও সস্তা হবে বলে আশা করা হচ্ছে। এশিয়ার অন্যান্য দেশে একইভাবে জাপানের নাগরিকও এ সুবিধা পাবেন। এশিয়া ও ওশেনিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করছে এনটিটি ডাটা করপোরেশন। এছাড়া দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের এটিএমের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে দেশটি। সূত্রঃ বণিকবার্তা।