রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৪ জানুয়ারী ২০১৪, ১২:৫০ অপরাহ্ন
শেয়ার

দ. সুদানে ফেরি ডুবে দু’শতাধিক প্রাণহানি


সিউল, ১৪ জানুয়ারী ২০১৪:

দক্ষিণ সুদানের নীলনদে এক ফেরি দূর্ঘটনায় দুই শতাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
মঙ্গলবার বিবিসি জানায়, যুদ্ধবিধ্বস্ত মালাকাল শহর থেকে শতশত আদিবাসীরা পালিয়ে যাওয়ার সময় রবিবার এ দুর্ঘটনা ঘটে।

sudan20140114145333দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অ্যাগুয়ের এএফপিকে জানান, মালাকালে পুনরায় শুরু হওয়া যুদ্ধের হাত থেকে রক্ষা পেতে তারা একটি ফেরি করে শহরটি ছেড়ে পালাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রীবাহী ওই ফেরি নদীতে ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

তিনি আরো জানান, দুর্ঘটনায় কমপক্ষে ২০০ থেকে ৩০০ লোক মারা গেছেন। তারা সবাই নদীতে ‍ডুবে মারা গেছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
সম্প্রতি জাতিসংঘ জানিযেছে, দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিন লাখ ৫৫ হাজার লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে এবং সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলেও জানায় ইউএন।