সিউল, ১৪ জানুয়ারী ২০১৪:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে নন্দিত ব্যক্তি নির্বাচিত হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি জরিপ প্রতিষ্ঠান ‘ইউগভ’ পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। নন্দিত ব্যক্তিদের ৩০ জনের এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
‘বিশ্বের সবচেয়ে নন্দিত ব্যক্তি জরিপ’ শিরোনামের এ জরিপে ১৩টি দেশের ১৪ হাজার মানুষ মতামত দেয়। দেশগুলো হলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চীন, মিসর, নাইজেরিয়া ও ব্রাজিল। জরিপে চতুর্থ স্থানে আছেন পোপ ফ্রান্সিস। ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার আছেন পঞ্চম স্থানে। পরের স্থানটিতে আছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।
তালিকায় শচীন ছাড়াও ভারতের আরো পাঁচ ব্যক্তি আছেন। তাঁরা হলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি (সপ্তম), অভিনেতা অমিতাভ বচ্চন (নবম), সাবেক প্রেসিডেন্ট আবদুল কালাম (দশম), সমাজকর্মী আন্না হাজারে (১৪তম), দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (১৮তম) এবং ধনকুবের রতন টাটা (৩০তম)।
নারীদের মধ্যে তালিকায় স্থান পেয়েছেন মাত্র ছয়জন। তাঁদের মধ্যে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আছেন সবার ওপরে (১৭তম)।
এছাড়া আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি আছেন ১৫তম স্থানে। সূত্র : পিটিআই/ কালের কন্ঠ।




























