রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৬ ফেব্রুয়ারী ২০১৪, ১২:৫৪ অপরাহ্ন
শেয়ার

আগামী সপ্তাহেই পুনর্মিলনে দুই কোরিয়ার পরিবার


অনলাইন প্রতিবেদক, সিউল, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪:

আগামী সপ্তাহে দুই কোরিয়ার পরিবারগুলোর মিলিত হওয়ার ব্যাপারে একমত হয়েছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা। আগামী ২০ ফেব্রুয়ারী থেকেম ২৫ ফেব্রুয়ারী এই পুনর্মিলন অনুষ্ঠিত হবে।

119375কোরিয়ান ডেলিগেশনের প্রধান কিম খিও হিয়ন বলেন “আমাদের মতামতের মধ্যে অমিল থাকলেও পারিবারিক মিলনের ব্যাপারে একমত হয়েছি। নির্ধারিত সময়ে পারিবারিক পুনর্মিলন অনুষ্ঠিত হবে। দুই দেশের পরিবারগুলোকে একত্রিত করার মাধ্যমে আমরা পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলতে চাই। এছাড়া দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে অর্থবহ আলোচনা হয়েছে”।

দীর্ঘ সাত বছর পর দুই কোরিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সীমান্ত গ্রাম পানমুনজমে মিলিত হন। বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্রিত করাই এ বৈঠকের মূল লক্ষ্য হলেও উভয়দেশের মধ্যে কোরীয় উপদ্বীপের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।