রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ মার্চ ২০১৪, ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার

সিউল টোকিওকে আলোচনায় বসার আহবান হোয়াইট হাউজের


সিউল, ২০ মার্চ ২০১৪:

পারস্পরিক সমস্যা সমাধানে সিউল এবং টোকিওকে আলোচনায় বসার আহবান জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র প্যাট্রিক ভেল্ট্রেল বলেন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে তার বন্ধু রাষ্ট্রগুলো একসাথে কাজ করবে এবং সমস্যাগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করবে।

thaw_copy1কোরিয়ার কূটনৈতিক একটি সূত্রের বরাত দিয়ে ইয়নহাপ জানিয়েছে আগামী সপ্তাহে অনুষ্টিতব্য নিউক্লিয়ার সিকিউরিটি সামিটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক, জাপানের প্রধানমন্ত্রী আবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।

সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী আবে বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কোরিয়ানদের উপর যৌন নির্যাতনের জন্য ১৯৯৩ সালে জাপান যে ক্ষমা প্রার্থনা করেছিল তা অক্ষুণ্ণ থাকবে এবং এই ক্ষমা প্রার্থনা প্রত্যাহার করার কোন ইচ্ছে জাপানের নেই। দক্ষিণ কোরিয়া এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।