রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৫ মে ২০১৪, ১১:১৩ অপরাহ্ন
শেয়ার

টোকিওতে শক্তিশালী ভূমিকম্প


সিউল, ৫ মে ২০১৪:

জাপানের রাজধানীতে টোকিওতে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলের তীব্রতা ছিল ৬.০। এতে ১৭ জন সামান্য আহত হয়েছে। তবে এ ভূমিকম্পে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। ভূ-কম্পনবিদরা এ কথা জানান। টোকিওর বাসিন্দারা সোমবার ভোরে ভূমিকম্পে ঘুম থেকে জেগে উঠে। কেননা এতে বিভিন্ন ঘরবাড়ি জোরে কেঁপে ওঠে।

Flag_of_Japan.svgস্থানীয় সংবাদ মাধ্যম জানায, ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে গিয়ে ১৭ জন আহত হয়। এএফপি’র প্রতিবেদক জানান, ভূমিকম্পে ঘরের তাক থেকে জিনিস পত্র পড়ে যায় এবং আসবাবপত্র নড়ে ওঠে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও’র দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু ওশিমা দ্বীপের অদূরে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। এটির উৎপস্থিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১৫৫ কিলোমিটার গভীরে। প্রথমে রিখটার ক্ষেলে এর মাত্রা ৫.৮ বলে জানানো হয়েছিল।
বিশেষজ্ঞরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, ভূমিকম্পটি জাপানের রাজধানীর কেন্দ্রস্থলে সবচেয়ে বেশী অনুভূত হয়।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, আগামী কয়েক দিনের মধ্যে জাপানে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প আঘাত হানায় স্বয়ংক্রিয়ভাবে অনেক ট্রেন লাইন বন্ধ হয়ে যায়। অবশ্য স্বল্প সময় পর সেগুলো আবারো চালু করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের মার্চে জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে ১৮ হাজারের বেশি লোক প্রাণ হারায়।