রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৭ মে ২০১৪, ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার

পাঁচ বছরে ডলারের বিপরীতে উওনের মান সর্বোচ্চ


সিউল, ৭ মে ২০১৪:

গত পাঁচ বছরে ডলারের বিপরীতে উওনের মান সর্বোচ্চ বেড়েছে।  আজ বুধবার সকালে কোরিয়ার ব্যাংকগুলোতে ডলার বেচাকেনা হয়েছে ১০২২ দশমিক ৫০ উওনে। ২০০৮ সালের ৭ আগস্টের পর এইটাই ডলারের বিপরীতে উওনের সর্বোচ্চ মান। খবর ইউনহাপের।

images (10)অর্থনীতিবিদরা বলছেন এই বছর ডলারের বিপরীতে উওনের মান আরো বেড়ে ডলার প্রতি ১০০০উওন পর্যন্ত হতে পারে। তবে অনেক বিশ্লেষক উওনের মান বাড়ার এই ধারাবাহিকতা থাকবেনা বলে মনে করছেন।