সিউল, ১২ মে ২০১৪:
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরলে তাদের শাস্তির বিধান করার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
রোববার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোরিয়ার হিউম্যান রিসোর্চ ডেভেলপমেন্টের (এইচআরডি) বাংলাদেশ পরিচালক লি মিন হো বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানান।
লি মিন হো বলেন, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ১০ হাজার শ্রমিক দক্ষিণ কোরিয়া গিয়েছে। এদের মধ্যে ৭ শতাংশ শ্রমিক অবৈধ। এসব অবৈধ শ্রমিক কোরিয়ার বিভিন্ন স্থানে পালিয়ে রয়েছে অথবা লুকিয়ে কাজ করছে।
তিনি বলেন, এসব অবৈধ শ্রমিক দেশে ফিরলে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য বাংলাদেশে বিধান থাকা দরকার। এতে দ.কোরিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং দ.কোরিয়াতে আরো শ্রমিক যাওয়ার পথ প্রসারিত হবে।
দ.কোরিয়ায় ইপিএস সিস্টেমের মাধ্যমে শ্রমিক নেওয়া হয়। যেহেতু কোরিয়ান বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিকদের ছবি দেখে নিয়োগ দেন, তাই তাদের হাসিমুখে ছবি তোলারও পরামর্শ দেন তিনি।
দ.কোরিয়ান শ্রমিকরা চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধা পান, বাংলাদেশি শ্রমিকরাও সেসব সুযোগ সুবিধা কোরিয়ায় পেয়ে থাকেন বলে সংবাদ সম্মেলনে জানান লি মিন হো। খবর বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের।