সিউল, ১২ মে ২০১৪:
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনশাসায় রোববার একটি ফুটবল মাঠে খেলা চলাকালে সৃষ্ট গোলযোগে ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। এসময় পুলিশ দর্শকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। সরকারি কর্মকর্তারা একথা জানান।
কিনশাসার গভর্ণর আন্দ্রে কিমবুতা হতাহতদের দেখতে হাসপতালে যান এবং নিহতের এ সংখ্যা জানান। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রিচার্ড মুয়িজের সঙ্গে সেখানে যান। তিনি বলেন, ‘ফুটবল মাঠের গোলযোগে এখন পর্যন্ত ১৫ জন নিহত ও ২১ জন আহত হওয়ার খবর জানা গেছে।’

ডিআর কঙ্গোর জনপ্রিয় দল এএসভি ক্লাব ও টাউট পুইসান্ট মজাম্বির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ খেলা ছিল। বেতার কেন্দ্র ওকাপির খবরে বলা হয়, এএসভি ক্লাব হেরে যেতে থাকলে তাদের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠে। বেতার কেন্দ্রের খবরে আরো বলা হয়, ‘এ সময় তারা ফুটবল মাঠে ব্যাপক ইট-পাথর নিক্ষেপ শরু করলে রেফারী বাধ্য হয়ে বারবার খেলা বন্ধ করে দেন।’
এদিকে জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়, ফুটবল মাঠে ইট-পাথর নিক্ষেপের ফলে খেলা বন্ধ হয়ে গেলে সেখানে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে। এতে লোকজন হুড়োহুড়ি করে পালাতে গিয়ে অনেকে পায়ের নিচে চাপা পড়ে।এছাড়া সেখানে বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে স্টেডিয়ামের একটি দেয়াল ধসে পড়ে।




























