রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১২ মে ২০১৪, ১০:৫৫ অপরাহ্ন
শেয়ার

ভেঙ্গে গেলো দক্ষিণ সুদানে অস্ত্রবিরতি চুক্তি


সিউল, ১২ মে ২০১৪:

দক্ষিণ সুদানের বিদ্রোহী ও সরকারি সৈন্যেরা সোমবার অস্ত্রবিরতি চুক্তি লংঘন করে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এর ফলে ৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের আশু অবসানের আশা ম্লান হয়ে গেছে। সরকারি সৈন্যদের বিদ্রোহীদের ওপর হামলা না করে শুধু আত্মরক্ষার্থে লড়াই করতে নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী কুওল মানিয়ান এএফপিকে বলেন, তেল উৎপাদনকারী রাজ্য আপার নাইলে এই লড়াই শুরু হয়েছে।

_74782405_021416496-1শুক্রবার প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহী নেতা রিয়েক মাচারের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে বিবদমান পক্ষ দুটি আক্রমণ শুরু করার জন্য পরস্পরকে দোষারোপ করছে। প্রতিরক্ষামন্ত্রী মানিয়ান বলেন, মাচারের তার বাহিনীর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। হোয়াইট আর্মি নামে পরিচিত ভারী অস্ত্রে সজ্জিত মিলিশিয়ারা সরকারি সৈন্যদের ওপর হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, অনিয়মিত বাহিনী হোয়াইট আর্মির সদস্যরা সশস্ত্র বেসামরিক লোক। স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি সম্পর্কে তারা কিছু জানে না।