রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ মে ২০১৪, ৩:১৫ অপরাহ্ন
শেয়ার

ভিয়েতনামে চীন বিরোধী বিক্ষোভ অব্যাহতঃ দাঙ্গায় চীনা নাগরিক নিহত


সিউল, ১৫ মে ২০১৪:

দক্ষিণ চীন সাগরের দখলদারি নিয়ে ভিয়েতনামে চীনবিরোধী বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। একটি তাইওয়ানিজ স্টীল কারখানায় দাঙ্গায় চীনের এক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। বিরোধপূর্ণ জলসীমায় বেইজিংয়ের তেল অনুসন্ধানকে কেন্দ্র করে এ দাঙ্গা সৃষ্টি হয়।

_74864273_022258550reuনাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক পুলিশ এএফপিকে বলেন, এ দাঙ্গায় চীনের এক কর্মী মারা গেছে। তাইওয়ানের এক কূটনীতিক এএফপিকে বলেন, দাঙ্গায় প্রায় একশ’ জন আহত হয়েছে।

দক্ষিণ চীন সাগরের একাংশের মালিকানা নিয়ে চীন এবং ভিয়েতনামের বিবাদ দীর্ঘদিনের। দুই দেশই ওই জলসীমাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। এই বিতর্কের মধ্যেই চলতি মাসে ওই জলসীমায় তেল উত্তোলনের জন্য ড্রিলিং রিগ পাঠিয়েছে চীন। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে তিক্ততা বাড়ছিল।