রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ মে ২০১৪, ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার

উত্তর কোরিয়ায় ভবন ধসের ঘটনায় দক্ষিণ কোরিয়ার শোক


সিউল, ২০ মে ২০১৪:

দক্ষিণ কোরিয়া মঙ্গলবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসের ঘটনায় শোকবার্তা পাঠিয়েছে। দুই কোরিয়ার মধ্যে বিভিন্ন কারণে বিরোধ থাকলেও দুর্যোগের সময় এখনো দু’দেশ সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়ে থাকে।

119375সিউলের একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত মঙ্গলবার উত্তর কোরিয়ার ভবন ধসের ঘটনায় ‘গভীর শোক’ জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, ওই দুর্ঘটনায় পিয়ংইয়ংয়ের পিয়ংচন জেলায় একটি ২৩তলা ভবন ধসে পড়ে। এতে একশ’ পরিবার বসবাস করতো।

রোববার উত্তর কোরিয়ার কর্মকর্তারা নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির ‘অকল্পনীয়’ দুর্ঘটনার জন্য প্রকাশ্যে দু:খ প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এ ঘটনার জন্য নির্মাণ কাজ তদারকিতে নিয়োজিত কর্মকর্তাদের ‘দায়িত্বহীন’ তদারকিকে এর জন্য দায়ি করেন। তবে দুর্ঘটনায় কতজন নিহত হয়েছে তা জানানো হয়নি। দক্ষিণ কোরিয়া রেডক্রসের একটি চ্যানেলের মাধ্যমে এ শোকবার্তা প্রেরণ করে।

গত এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় ফেরি দুর্ঘটনায় প্রায় তিনশ’ লোকের প্রাণহানির ঘটনায় উত্তর কোরিয়াও শোক প্রকাশ করেছিল।