রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৭ জানুয়ারী ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
শেয়ার

ইউজিসি গেটে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা


ইউজিসি গেটে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

 

 

২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তারা ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ইউজিসি ভবনের গেটে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন তারা। এর আগে গতকাল ইউজিসি ব্লকেড ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল ইউজিসি আমাদের সাথে আলোচনা করলেও আমরা পূর্ণাঙ্গ ফলাফল কিছু দেখিনি। ফলে আজকে পুনরায় এখানে অবস্থান নিয়ে গেটে তালা দিয়েছি। ফলাফল না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আন্দোলনের সমন্বয়ক সিয়াম হাাসান গণমাধ্যমকে বলেন, আমাদের গতকাল ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেয়া হয়েছিল আজকের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তারা বলেছিল কঠোর নির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে রাখতে বাধ্য করবে। কিন্তু আজকে দুপুর গড়িয়ে গেলেও আমারা কোনো নির্দেশনা পাইনি। কিছুক্ষণ পর সময় শেষ হলে ইউজিসি বলবে অফিস আওয়ার শেষ। তাই আমরা চাই আজকের মধ্যে নির্দেশনা আসুক। দাবি মানা পর্যন্ত আমরা ইউজিসি গেটের তালা খুলব না।