রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১০ মার্চ ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

শাহবাগ ব্লকেডের ডাক ৩০ কলেজের শিক্ষার্থীদের


শাহবাগ ব্লকেডের ডাক ৩০ কলেজের শিক্ষার্থীদের

 

দেশজুড়ে আশংকাজনকহারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামীকাল মঙ্গলবার (১১ মার্চ) এ কর্মসূচি পালন করা হবে। এতে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। সড়কেই ইফতার করবেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘কন্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোড়’ স্লোগানে ব্লকেড কর্মসূচি পালন করবেন। দেশজুড়ে আশংকাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে পালিত হবে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি।

ইতোমধ্যে তারা এ কর্মসূচি পালনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছেন। এ নিয়ে পোস্টার বানিয়েও প্রচার করা হচ্ছে। তারাসহ সারা দেশের ধর্ষকদের শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ধর্ষকের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে নিশ্চিত করতে হবে; ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকতে হবে; কোথাও ধর্ষনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার ভেতর গ্রেফতার, মেডিক্যাল রিপোর্ট, ভিকটিম এবং স্বাক্ষী প্রমানের ভিত্তিতেপরবর্তী ৭২ ঘণ্টার ভেতর প্রকাশ্যে ধর্ষকের ফাসি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া কোনো ধর্ষণের বিচার সালিশি করে করা যাবে না, এর বিচার নিশ্চিত করবে শুধুই রাষ্ট্র এবং এখনও পর্যন্ত চলমান সব বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জবাবদিহি করবে।

এসব দাবির স্নারকলিপি প্রধান উপদেষ্টা ড.মুহাম্মাদ ইউনুসসহ আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাবেন শিক্ষার্থীরা। দাবি না মানা অবধি ব্লকেড চলবে এবং সারা দেশে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।