এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্নাতকদের জন্য চাকরিদাতা হিসেবে প্রথম স্থানে রয়েছে মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। সম্প্রতি গ্লোবাল এমপ্লয়ার ব্র্যান্ডিং ফার্ম ইউনিভার্সামের ২০১৪ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়। প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, সংশ্লিষ্ট অঞ্চলে ব্যবসায় শিক্ষা এবং আইটি শিক্ষার্থীদের সর্বাধিক চাকরি দিয়ে থাকে গুগল। খবর পিটিআই।
গ্লোবাল ইমপ্লয়ার ব্র্যান্ডিং ফার্ম ইউনিভার্সামের প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের চাকরিদাতা হিসেবে এ ধারাবাহিকতায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে রয়েছে ডিলয়েট, সিটি, অ্যাপল এবং পিঅ্যান্ডজি প্রযুক্তি কোম্পানি। এছাড়া এ ধারাবাহিকতায় শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাইক্রোসফট, স্যামসাং এবং বিএমডব্লিউ। তবে গ্লোবাল ইমপ্লয়ার ব্র্যান্ডিং ফার্ম ইউনিভার্সামের প্রতিবেদনে দুই ক্যাটাগরিতে মোট ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে মার্কিন বেশকিছু কোম্পানি এ অঞ্চলের শীর্ষ চাকরিদাতার স্থানে থাকলেও প্রতিষ্ঠানটির প্রতিবেদনে কোনো ভারতীয় কোম্পানির নাম আসেনি। যদিও সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিগুলোয় ভারতীয় বংশোদ্ভূত কর্মীর সংখ্যা উল্লেখ করা মতো।
এদিকে জরিপ প্রতিষ্ঠান ফরচুন গ্লোবালের প্রকাশিত ৫০০ কোম্পানির তালিকায় ভারতীয় আট প্রতিষ্ঠান স্থান পেলেও সংশ্লিষ্ট অঞ্চলে চাকরিদাতা হিসেবে শীর্ষপর্যায়ে নেই কোনো ভারতীয় কোম্পানি।
সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আইটি ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি কোম্পানিগুলোয় চাকরি প্রর্থীর সংখ্যা বেড়েছে ব্যাপক। তবে স্নাতকদের প্রযুক্তি খাতে অংশগ্রহণের প্রত্যাশা বৃদ্ধি পেলেও এ অঞ্চলের প্রযুক্তি কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী চাকরি দিতে ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ করা হয় এনডিটিভির প্রতিবেদনে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয় এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাইরের কোম্পানিগুলোর একক আধিপত্য বিস্তারকে। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন বেশ কয়েকটি শীর্ষ প্রযুক্তি কোম্পানিতে প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়েছে ভারতীয় প্রযুক্তিবিদদের। বণিকবার্তা।