রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

ভয় দেখিয়ে দমানো যাবে না, ট্রাম্পের হুমকির জবাবে মামদানি


ভয় দেখিয়ে দমানো যাবে না, ট্রাম্পের হুমকির জবাবে মামদানি

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আটক ও নির্বাসনের’ হুমকিতে ভয় পান না। তবে এই হুমকি গণতন্ত্রের ওপর আঘাত।

সম্প্রতি ফ্লোরিডার একটি আটক কেন্দ্রে সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে মামদানি যদি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) অভিযানে সহযোগিতা না করেন, তবে তাকে গ্রেফতার হতে হবে। তার কার্যক্রমের ওপর নজর রাখা হবে।

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য মামদানি সম্প্রতি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে দৃষ্টি কেড়েছেন। এই জয় তাকে জাতীয় রাজনীতির আলোচনায় নিয়ে এসেছে।

ভিডিও স্টোরি: আলাল-দুলাল থেকে সাপে-নেউলে

ট্রাম্পের হুমকির জবাবে এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে মামদানি বলেন, প্রেসিডেন্টের এই বক্তব্য শুধু আমাদের গণতন্ত্রের ওপর আঘাত নয়, বরং এটি নিউইয়র্কের প্রতিটি মানুষকে সতর্কবার্তা দেওয়ার চেষ্টা—তোমরা যদি মুখ খোলো, তারা তোমাদের ওপর চড়াও হবে। কিন্তু আমরা এই ভয় দেখানো মেনে নেব না।

ট্রাম্প প্রশাসনের গণহারে নির্বাসন নীতির কারণে সম্প্রতি আমেরিকাজুড়ে পরিচালিত অভিযান নিয়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভ দেখা দিয়েছে।