প্রতিদিনই টেলিভিশনের পর্দায় ক্রীড়াপ্রেমীদের জন্য থাকে অনেক খেলা। পছন্দের দল বা পছন্দের খেলা লাইভ দেখতে অপেক্ষায়ও থাকি আমরা। অনেক সময় জানাও থাকে না খেলা টি কখন কোন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে লাইভ সম্প্রচার হবে। আজ (০৭ জুলাই) কোন চ্যানেল এবং কোন অনলাইন প্লাটফর্মে কোন কোন খেলা দেখাবে তা একনজরে দেখে নিই।
ক্রিকেট:
বুলাওয়ে টেস্ট (২য় দিন) || জিম্বাবুয়ে–দক্ষিণ আফ্রিকা
দুপুর ২টা, টি-স্পোর্টস
টেনিস:
উইম্বলডন-৪র্থ রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২