
রোজ এবং স্ট্রবেরি’র পর জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড skin’O নিয়ে এলো নতুন দুই ফ্লেভারের শাওয়ার জেল- টি ট্রি ও ল্যাভেন্ডার। নতুন যুক্ত হওয়া টি ট্রি ফ্লেভার অ্যাণ্টি-ব্যাকটেরিয়াল ও ক্লিনজিং বৈশিষ্ট্যসম্পন্ন। অন্যদিকে ল্যাভেন্ডার ফ্লেভার আপনাকে দেবে সতেজ ও প্রশান্তিময় অনুভব।
স্কিনো’র প্রতিটি শাওয়ার জেল উন্নতমানের কোরিয়ান ফর্মুলায় তৈরি। যা আপনার ত্বককে শুধু পরিষ্কারই রাখে না, দেয় দীর্ঘস্থায়ী সতেজতা এবং মনোমুগ্ধকর অনুভূতি। ফলে স্কিনো’র শাওয়ার জেল এখন গ্রাহক চাহিদার শীর্ষে।
স্কিনো বিশ্বাস করে, ব্যক্তিগত পরিচর্যা মানে শুধু পরিচ্ছন্নতা নয় বরং প্রতিদিনের রিফ্রেশিং অনুভূতি। তাই গ্রাহকদের ভিন্ন ভিন্ন রুচি ও চাহিদার কথা মাথায় রেখে skin’O আনছে নিত্য-নতুন প্রোডাক্ট।
বর্তমানে দেশের জনপ্রিয় অনলাইন মার্কেট দারাজ, রকমারি, চারদিকে, আরোগ্য ও সাজগোজের পাশাপাশি আপনার নিটকটস্থ দোকানেও পাওয়া যাচ্ছে স্কিনো’র চারটি ফ্লেভারের শাওয়ার জেল।
*এডভাটোরিয়াল