রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১০ জুলাই ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
শেয়ার

পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে মাদরাসা বোর্ডে


madrasah-boardবাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। চলতি বছরে পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ, যা ২০২৪ সালে ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া, এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১৪ হাজার ২০৬।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার এ বছর ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যা গত বছর ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। ফলে সার্বিকভাবে পাসের হারেও বড় ধরনের পতন ঘটেছে।

তবে এবারও ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি। ছাত্রীদের পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ এবং ছাত্রদের ৬৫ দশমিক ৮৮ শতাংশ। এই ধারাবাহিকতায় টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরাই।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ, এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।