রূপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি এবার নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। প্রথমবারের মতো তিনি কাজ করলেন একটি মিউজিক ভিডিওতে। ভিন্নধর্মী এই গানটির শিরোনাম ‘ময়না’, আর এর মধ্য দিয়েই শুরু হলো বুবলির মিউজিক ভিডিও যাত্রা।
সম্প্রতি রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন তরুণ ও গুণী নির্মাতা তানিম রহমান অংশু। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার জনপ্রিয় সুরকার আকাশ সেন।
ভিডিওটির পরিবেশনায় রয়েছে দেশের পরিচিত সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। নির্মাতা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই এটি প্রকাশিত হবে ইউটিউবে ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে।
মিউজিক ভিডিওটি নিয়ে বুবলি নিজেও বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, “প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করলাম। গানটি যেমন সুন্দর, তেমনি ভিডিওতেও রয়েছে চমক। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”
এদিকে মিউজিক ভিডিওর পাশাপাশি শবনম বুবলি অভিনীত তিনটা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে- রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েলের পরিচালাতি ‘পিনিক’। তৃতীয় সিনেমাটি হলো রাশেদা আক্তার পরিচালিত ‘শাপলা শালুক’।
চলচ্চিত্রের পাশাপাশি মিউজিক ভিডিওতেও বুবলির আগমন তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।


























