রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৪ জুলাই ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শেয়ার

চেক প্রজাতন্ত্রে পুরস্কৃত বাংলাদেশি সিনেমা ‘বালুর নগরীতে’


sand-cityইউরোপের মর্যাদাপূর্ণ কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়েছে বাংলাদেশের সিনেমা ‘বালুর নগরীতে’ (স্যান্ড সিটি)। তরুণ নির্মাতা মেহেদী হাসান পরিচালিত এই ছবিটি উৎসবের প্রক্সিমা বিভাগে জিতেছে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার।

পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা। উৎসবটি অনুষ্ঠিত হয়েছে ৪ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চেক প্রজাতন্ত্রে।

সিনেমার গল্প এক নারী চরিত্র ‘এমা’কে ঘিরে, যিনি স্কুটারে করে শহরের নানা জায়গা থেকে বালু সংগ্রহ করেন বিড়ালের ক্যাট লিটারের জন্য। এই ব্যতিক্রমী ভাবনা থেকেই গড়ে উঠেছে সিনেমার প্লট। এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা।

ছবিটির প্রযোজক রুবাইয়াত হোসেন। বিচারকমণ্ডলীর ভাষায়, “এটি একটি অনন্য বয়ান—যেখানে নীরবতা আর নিঃসঙ্গতা হয়ে ওঠে এক মানবিক ভাষা।”

এই অর্জন শুধু মেহেদী হাসানের নয়—বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র অঙ্গনের জন্যও এক গর্বের মুহূর্ত।