রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৪ জুলাই ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার

বন্ড গার্ল হিসেবে এগিয়ে সিডনি সুইনি


জনপ্রিয় ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে বন্ড গার্লের চরিত্রে অভিনয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেত্রী সিডনি সুইনি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিমেল ফার্স্ট ইউকে এবং ট্যাবলয়েড দ্য সান একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

এই পর্ব পরিচালনা করছেন অস্কার মনোনীত নির্মাতা ডেনিস ভিলেনিউভ, যিনি ‘ডিউন’, ‘অ্যারাইভাল’ ও ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো ছবির জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। তিনি নাকি ২৭ বছর বয়সী সিডনিকে নতুন বন্ড গার্ল হিসেবে দেখতেই আগ্রহী।

সূত্র জানায়, ভিলেনিউভ সিডনির অভিনয় দক্ষতা, ক্যামেরার সামনে তার স্বাভাবিক উপস্থিতি এবং তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয়তা দেখে মুগ্ধ। তার মতে, ‘সিডনির আবেদন বন্ড সিরিজে এক নতুন শক্তি যোগ করতে পারে।’

জানা গেছে, ইতোমধ্যেই সিডনি ও ভিলেনিউভ কয়েক দফা বৈঠক করেছেন, যেখানে ছবির প্রাথমিক কনসেপ্ট ও চরিত্র নিয়ে আলোচনা হয়েছে। ভিলেনিউভ নাকি বলেছেন, ‘সিডনির মধ্যে নারীত্ব ও অ্যাথলেটিক ফিজিক্যালিটির দুর্দান্ত ভারসাম্য আছে, যা বন্ড গার্ল চরিত্রের জন্য আদর্শ।’

এক সাক্ষাৎকারে ভিলেনিউভ বলেন, ‘আমার ছোটবেলার অন্যতম স্মৃতি হলো বাবার সঙ্গে বসে জেমস বন্ডের ছবি দেখা। “ডক্টর নো” দিয়ে যাত্রা শুরু, এরপর শন কনারির ছবিগুলো আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে আমি নতুন গল্প বলার পরিকল্পনা করছি।’

বর্তমানে হলিউডের অন্যতম আলোচিত ও ব্যস্ত তারকা সিডনি সুইনি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি সবসময় এমন চরিত্র খুঁজি যেগুলো আমাকে নতুন করে চ্যালেঞ্জ করে। নিজেকে ভাঙা-গড়ার মধ্যেই আমি অভিনয় খুঁজে পাই।’

যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সবকিছু ঠিক থাকলে পরবর্তী বন্ড সিনেমায় বন্ড গার্ল হিসেবে সিডনি সুইনিকে দেখার সম্ভাবনা উজ্জ্বল। তার উপস্থিতি এই দীর্ঘদিনের ফ্র্যাঞ্চাইজিকে আরও তরুণ ও প্রাণবন্ত করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।