রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৫ জুলাই ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
শেয়ার

দশম গ্রেড পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা


দশম গ্রেড পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সংশ্লিষ্ট প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের বার্ষিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা।

ডিপিই সূত্রে জানা গেছে, প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। সেখানে অনুমোদনের পর তা যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললে অফিস আদেশ জারি করা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‌‘গত রোববার আমরা প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন পেলে শুধু রিটকারী ৪৫ জন শিক্ষকই নয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই এই সুবিধার আওতায় আসবেন।’ বাস্তবায়নের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দিন-তারিখ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আমরা আন্তরিকভাবে কাজ করছি।’

উল্লেখ্য বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে ৩২ হাজার ৩৫২ জন কর্মরত রয়েছেন।