রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ জুলাই ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার

মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার অভিনেত্রী


মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার অভিনেত্রী

অভিনেত্রী সুমি হর চৌধুরী

পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলা থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হলো স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী সুমি হর চৌধুরীকে। দিশাহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। স্থানীয়রা অভিনেত্রীকে চিনতে পারলে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে মিশনারিজ অফ চ্যারিটিতে রয়েছেন এবং সুস্থ আছেন অভিনেত্রী। খন্দকার থানার পুলিশেরা সেই ব্যবস্থা করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে ‘অনামিকা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুমি হর চৌধুরী। বিভিন্ন টেলিভিশনে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দায় অভিনয় করার পাশাপাশি মঞ্চে অভিনয় করেছেন।

সম্প্রতি অভিনেত্রীকে বর্ধমান জেলার একটি এলাকায় জীর্ণশীর্ণ অবস্থায় ঘুরতে দেখা যায়। হঠাৎ বৃষ্টি আসায় তিনি একটি স্কুলে আশ্রয় নেন। পরে স্থানীয়রা জানতে পারেন তিনি ছোটপর্দার অভিনেত্রী সুমি হর চৌধুরী। কিন্তু তিনি কোথায় থাকেন বা ওই এলাকায় কেন গিয়েছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি।

অভিনেত্রীকে উদ্ধার করে স্থানীয় পুলিশের সহযোগিতায় মিশনারিজ অফ চ্যারিটিতে (মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত একটি রোমান ক্যাথলিক) রাখার ব্যবস্থা করা হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেত্রীর পরিবারে তাঁর একমাত্র মেয়ে রয়েছে। যদিও মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক নেই সুমির।

অনুরাগীরা ধারণা করছেন, ইন্ডাস্ট্রিতে কাজ না পেয়ে মানসিক অস্থিরতায় ভুগছেন সুমি।