রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৫ জুলাই ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার

শিশুদের প্রিয় সিসিমপুর এবার ওটিটিতে


সিসিমপুর এবার ওটিটিতে

শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর এবার ওটিটি প্ল্যাটফর্মে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Bongo তে দেখা যাচ্ছে জনপ্রিয় এই শিশুতোষ সিরিজ। যেখানে সিসিমপুরের বন্ধু হালুম, টুকটুকি, শিকু, ইকরিরা তোমাদের জন্য অপেক্ষা করছে মজার সব গল্প, খেলা আর গান নিয়ে।

সিসিমপুরে সূত্রে জানা গেছে, গ্রামীণফোনের সৌজন্যে সিসিমপুরের সিজন-৯ এর পর্বগুলো দেখা যাচ্ছে Bongo তে।

২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’ এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হয় শিশুতোষ এই সিরিজ। পরবর্তীতে যুক্ত হয় স্যাটেলাইট টেলিভিশন আরটিভি, দুরন্ত এবং মাছরাঙা টিভি।