
সম্প্রতি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। যেখানে বাংলা ভাষা নিয়ে কথা বলেছেন তিনি।
কৌন বনেগা ক্রোড়পতির সেটে প্রতিযোগীদের একজন জানতে চেয়েছিলেন, ‘আপনি কতটা ভালো বাংলা জানেন?’ প্রশ্ন শুনেই হাসলেন অমিতাভ। তারপর বললেন, ‘আমি যে খুব ভালো বাংলা জানি, এমনটা নয়। আমার প্রথম চাকরি ছিল কলকাতায়। তখন বেঙ্গল চেম্বার অব কমার্সে বাংলা শেখার একটা কোর্স ছিল। যারা কোর্স করত, তাদের ৩০০০ টাকা দেওয়া হতো। সেই টাকার লোভেই নাম লিখিয়েছিলাম। টাকা তো পেয়েছিলাম, কিন্তু শেখা হয়নি ঠিকঠাক।’
বাংলা নিয়ে মজার স্মৃতি শুনে স্টুডিওজুড়ে হাসির রোল ওঠে। তবে শুধু টাকায় শেষ হয়নি তাঁর সঙ্গে বাংলার সম্পর্ক। পরে জীবনের মোড়ে এসে জয়া বচ্চনের সঙ্গে বিয়ের সূত্রে আরও গভীর হয় সেই সংযোগ। বাংলা গান গেয়েছেন তিনি, কলকাতায় প্রচারে এসে বাংলায় কথাও বলেছেন সাংবাদিকদের অনুরোধে।
এই ভিডিও সামনে আসতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। দর্শকরা একদিকে যেমন হাসিতে মজেছেন, তেমনই আবার কেউ কেউ শাহেনশার বাংলার প্রতি টান দেখে আপ্লুত হয়েছেন।


























