রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৫ জুলাই ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শেয়ার

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর অকাল প্রয়াণ


Kang-Seo-Haদক্ষিণ কোরিয়ার উদীয়মান অভিনেত্রী কাং সিও-হা (Kang Seo-Ha) আর নেই। মাত্র ৩১ বছর বয়সে পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ১৩ জুলাই (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে দেশটির সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

অভিনেত্রীর মৃত্যুর খবরে কোরিয়ার বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

কাং সিও-হার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সিউলের সেন্ট মেরিস হাসপাতালের ফিউনারেল হলের ৮ নম্বর কক্ষে শোকস্তম্ভ স্থাপন করা হয়েছে। পরিবার জানিয়েছে, তার শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হবে ১৬ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গিয়ংনাম প্রদেশের হামান এলাকায়, যেখানে তাকে সমাহিত করা হবে।

২০১২ সালে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে কাং সিও-হার শোবিজে যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে তিনি নাটক ও বিনোদন জগতে নিজের অবস্থান গড়ে তোলেন। তার অভিনীত জনপ্রিয় ড্রামাগুলোর মধ্যে রয়েছে ‘স্কুলগার্ল ডিটেকটিভস’, ‘ফ্লাওয়ারস অব দ্য প্রিজন’ এবং ‘হার্ট সার্জনস’।

মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি অভিনয়ে সক্রিয় ছিলেন। তিনি সর্বশেষ কাজ করেছেন ‘মাংনায়েন’ নামের একটি চলচ্চিত্রে, যা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। অল্প সময়ের ক্যারিয়ারে দর্শকের ভালোবাসা অর্জনকারী এই অভিনেত্রীকে স্মরণ করে তার ভক্তরা বলছেন— “তিনি চলে গেলেন, কিন্তু তার কাজ ও হাসি রয়ে যাবে স্মৃতিতে।”