
গত বছর আলোচনায় থাকা ছবিগুলোর মধ্যে অন্যতম ‘দেয়ালের দেশ’। ছবিটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয় প্রশংসিত হয়।
মিশুক মনি পরিচালিত ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ১৭ জুলাই থেকে প্ল্যাটফর্মে ছবিটি দেখতে পারবেন দর্শকরা।
মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা ’দেয়ালের দেশ’। সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।
২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। ’দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি নিজেই।


























