জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে। সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে হামলার মুখে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে আশ্রয় নেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের পৌরপার্ক এলাকা থেকে বেরিয়ে আসার সময় এনসিপির গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। এ হামলার জন্য নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দায়ী করা হচ্ছে। মুহূর্তেই পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা, গোপালগঞ্জ পরিণত হয় রণক্ষেত্রে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। সংঘর্ষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও আগুন লাগানোর চেষ্টা করে বলে জানা গেছে।
ঘটনার পর শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে টিয়ারগ্যাস ও ধোঁয়ার গন্ধ। বিকেল পৌনে ৩টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে অব্যাহত রয়েছে। গোপালগঞ্জ শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে।



























