রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ জুলাই ২০২৫, ৮:১৪ অপরাহ্ন
শেয়ার

খুলনায় পৌঁছেছেন এনসিপি নেতারা, রাতে সংবাদ সম্মেলন


ncp

খুলনায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা

গোপালগঞ্জে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেখান থেকেই তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় তারা খুলনা সার্কিট হাউজে পৌঁছান। বর্তমানে এনসিপি নেতারা সেখানেই অবস্থান করছেন। গোপালগঞ্জ থেকে খুলনা পৌঁছে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।

তিনি বলেন, “জুলাই পদযাত্রার পরবর্তী কর্মসূচি এবং আজকের সামগ্রিক পরিস্থিতি সেগুলো নিয়ে সবাইকে ব্রিফ করবেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ।”