ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হলেও আলোচনার কেন্দ্রে এখনো একটাই নাম—ডোনাল্ড ট্রাম্প। মাঠের বাইরে, ফুটবলের আড়ালে এবার আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে একটি ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প একটি চ্যাম্পিয়নশিপ মেডেল যেন গোপনে নিজের কোটের পকেটে ঢুকিয়ে নিচ্ছেন। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়ে যায় তুমুল বিতর্ক—‘চ্যাম্পিয়নশিপ মেডেল কি তবে ট্রাম্প চুরি করলেন?’
১৪ জুলাই অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ফাইনালে বিজয়ী চেলসি খেলোয়াড়দের পুরস্কার বিতরণে ছিলেন ট্রাম্প। একে একে সবাইকে মেডেল পরিয়ে দেন তিনি। কিন্তু বিতরণ শেষে তার হাতে পড়ে থাকে একটি মেডেল, যা তিনি পরে নিজের পকেটে পুরে নেন—এমন দৃশ্যেই ছড়ায় ভুল বার্তা।
তবে পুরো ভিডিওর আরেকটি দৃষ্টিকোণ বলছে অন্য কথা। চেলসি অধিনায়ক রিস জেমসকে মেডেল পরিয়ে দেওয়ার পর, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো ট্রাম্পের হাতে একটি আলাদা মেডেল তুলে দেন—এটি ছিল তার জন্য বিশেষভাবে বানানো একটি সম্মাননা, চ্যাম্পিয়নশিপ মেডেল নয়।
পুরস্কার বিতরণ শেষে ট্রাম্পের হাতে সেই সম্মাননা মেডেল দেওয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। কিন্তু সময়ের ঘাটতি ও মাঠের বিশৃঙ্খলায় তা সম্ভব হয়নি। তাই ফিফা প্রেসিডেন্ট দ্রুতই সেটি তার হাতে তুলে দেন। ট্রাম্প তা সঙ্গে সঙ্গেই কোটে রেখে শিরোপা হস্তান্তরে এগিয়ে যান।
‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, ট্রাম্পের জন্য তৈরি করা হয়েছিল আলাদা একটি মেডেল—যা শুধুই তার সম্মানে। ভাইরাল হওয়া ক্লিপটিতে ঘটনাটি পূর্ণাঙ্গভাবে বোঝা যায় না। ফলে ভুল তথ্যেই রটে যায় বিতর্ক।
এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দেয়—সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা প্রতিটি দৃশ্যের পেছনে সবসময় সত্য লুকিয়ে থাকে না। যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করাও বিপজ্জনক হয়ে উঠতে পারে।