গত ঈদে ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ইস্যুতে চাপে পড়েছিল ঢালিউড। এবার একই পরিণতি হলো ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনের। ওটিটি, টেলিভিশন ও ইউটিউব প্ল্যাটফর্মে সম্প্রচারিত এই কনটেন্ট সম্প্রতি পাইরেসির কবলে পড়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা ও প্রযোজক কাজল আরেফিন অমি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অমি লেখেন, যারা অনুমতি ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ভিডিও আপলোড করছেন কিংবা পুরো কনটেন্টটি পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, লালিমা লাম, ফারিয়া শাহরিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত মাসে বঙ্গ অ্যাপে মুক্তি পায় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রথম ৮টি পর্ব। এরপর ধারাবাহিকটি নিয়মিত প্রচারিত হচ্ছে চ্যানেল আই-তে এবং ইউটিউবে। ১০ জুলাই থেকে চ্যানেল আই-তে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার শুরু হয়েছে এই সিজনের। একই সময়ে পর্বগুলো উন্মুক্ত হচ্ছে সিরিজটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও।
পাইরেসির মতো ঘটনায় ক্ষুব্ধ নির্মাতা এবং সংশ্লিষ্টরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।


























