রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৭ জুলাই ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শেয়ার

রিলে নয় রিয়েল লাইফে প্রশংসিত অক্ষয় কুমারের ‌‘বীমা’


Akshay-Kumar

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার আবারও খবরের শিরোনামে। এবার খবরের শিরোনাম হলেন তার মানবিক উদ্যোগের কারণে। ভারতের প্রায় ৬৫০ জন স্টান্টকর্মীর জন্য জীবন বীমা কার্যক্রম চালু করেছেন তিনি। শুটিং সেটে এসএম রাজু নামে একজন অভিজ্ঞ স্টান্টম্যানের মর্মান্তিক মৃত্যুর পর তিনি এই পদক্ষেপ নেন।

ঘটনাটি ঘটে ভেট্টুভাম নামের একটি তামিল চলচ্চিত্রের সেটে, যার পরিচালক পাও রঞ্জিত এবং মুখ্য চরিত্রে কাজ করছেন অভিনেতা আর্য। এক স্টান্ট দৃশ্যের সময় মারাত্মক দুর্ঘটনায় এসএম রাজুর মৃত্যু হয়।

এই দুর্ঘটনার পর অক্ষয় কুমার ৬৫০ স্টান্টম্যানের জন্য স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা কার্যক্রম শুরু করেন। এই স্কিমের আওতায় ৫ থেকে ৫.৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাওয়া যাবে, দুর্ঘটনাটি সেটে হোক বা সেটের বাইরে—তাতে কোনো বাধা নেই।

নিজেই নিজের স্টান্ট করার জন্য খ্যাত অক্ষয় কুমার দীর্ঘদিন ধরেই স্টান্টকর্মীদের সুরক্ষা ও কল্যাণের পক্ষে কথা বলে আসছেন।

এমন উদ্যোগের কারণে বলিউড থেকে সর্বত্র প্রশংসায় ভাসছেন অক্ষয় কুমার।