রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৮ জুলাই ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
শেয়ার

আজ মুক্তি পাচ্ছে ইরফানের ‘আলী’


aliআজ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অটিজমে আক্রান্ত এক তরুণের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত সিনেমা ‘আলী’। তরী মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যিনি এখানে এক বাকপ্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত তরুণ ‘আলী’র চরিত্রে অভিনয় করেছেন। আলীর বড় বোন ‘রশ্মি’র ভূমিকায় দেখা যাবে মেলিতা মেহজাবিন অর্পাকে। ভাই-বোনের মর্মস্পর্শী সম্পর্ক, সমাজের কঠোর বাস্তবতা এবং আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

পরিচালক জানান, প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পাচ্ছে ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, সনি স্কয়ার এবং বগুড়ার মম ইন মুভি থিয়েটার-এ। দ্বিতীয় সপ্তাহে আরও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

ইরফান সাজ্জাদ বলেন, “পুরো ছবিতে আমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছি। চরিত্রের জন্য চার মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। শুধু ভাষা নয়, অটিজম বিষয়ে যারা কাজ করেন, তাদের সঙ্গেও সময় কাটিয়েছি। গল্পটা ব্যতিক্রম, আশা করি দর্শকের হৃদয়ে স্থান পাবে।”

অভিনেত্রী অর্পা বলেন, “রশ্মি চরিত্রটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাই-বোনের সম্পর্ক ঘিরেই সিনেমার কাহিনি এগিয়েছে। আমি বিশ্বাস করি, এটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।” এটি অর্পার দ্বিতীয় চলচ্চিত্র হলেও অভিনয়ের হাতেখড়ি তার মাত্র ছয় মাস বয়সে, হুমায়ূন আহমেদের নাটক ‘কালাকৈতর’-এ।

চলচ্চিত্রে আরও রয়েছেন শওকত সজল (সাজু মামা চরিত্রে), যিনি বলেন, “সাজু মামা এমন এক চরিত্র, যাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়।”

এছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াৎ, মিশা সওদাগর, ক্রিশ্চানো তন্ময়, সাইফুল ইসলাম, সুমন, নোমিরা, ও মো. ইকবাল।

পরিচালক বিপ্লব হায়দার একসময় ক্যামেরা সহকারী হিসেবে কাজ শুরু করেন। ছোট পর্দা থেকে উঠে আসা এই নির্মাতার প্রথম সিনেমা ‘ভয়াল’ মুক্তি পায় ২০২৩ সালে। ‘আলী’ তার দ্বিতীয় চলচ্চিত্র।