রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
ডেস্ক রিপোর্ট দেশজুড়ে ১৮ জুলাই ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

ফের বাড়ল গোপালগঞ্জের কারফিউয়ের মেয়াদ


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউ আগামীকাল শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ নির্দেশনা জারি করেন।

আদেশে বলা হয়েছে, গত ১৬ জুলাই এনসিপির পথসভাকে কেন্দ্র করে সৃষ্ট অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৪(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ১৮ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ বলবৎ থাকবে।

তবে কারফিউ চলাকালীন জরুরি পরিষেবা যেমন—অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ সরবরাহ সংস্থা এবং কারফিউ পাশধারী গণমাধ্যমকর্মীরা এর আওতা থেকে বাইরে থাকবেন।