বর্তমানে সময়টা যেন জয়া আহসানের জন্যই লেখা। বাংলাদেশে যেমন একের পর এক কনটেন্ট মুক্তি পাচ্ছে, ঠিক তেমনি ভারতে তার ব্যস্ততাও বেশ চোখে পড়ার মতো।
গতকাল (শুক্রবার) ভারতে মুক্তি পেয়েছে জয়া অভিনীত নতুন ছবি ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় তৈরি এই ছবি নিয়ে ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের দর্শকদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে।
এদিকে, অনলাইনে প্রকাশিত হয়েছে তার আরেক প্রতীক্ষিত ছবি ‘পুতুলনাচের ইতিকথা’-র নতুন ট্রেলার। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি ঘুরে এসেছে আন্তর্জাতিক রটারড্যাম চলচ্চিত্র উৎসব থেকে। পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। মুক্তির তারিখ ঠিক হয়েছে আগামী ১ আগস্ট।
ছবিটিতে দেখা যাবে কুসুম, শশী ও কুমুদের জটিল সম্পর্কের গল্প, যাদের এতদিন কেবল বইয়ের পাতায় দেখা গেছে—এবার বড় পর্দায় জীবন্ত রূপে আসছে তারা। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন চরিত্রগুলোর চলচ্চিত্রায়নের জন্য।
এ ছবির মাধ্যমে বহু প্রশংসিত ‘বিসর্জন’ ও ‘বিজয়া’র পর আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়।
দুই বাংলার দর্শকই এখন জয়ার নতুন কাজগুলো দেখার অপেক্ষায়।


























